• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আদালতের আদেশে মুক্তি পেল দণ্ডিত ১২১ শিশু

  অধিকার ডেস্ক

১২ নভেম্বর ২০১৯, ০৪:৪০
বাংলাদেশ
(ছবি : প্রতীকী)

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত হয়ে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা ১২১ শিশুকে অবশেষে আদালতের নির্দেশে মুক্তি দেওয়া হলো। এর মধ্যে ১২ বছরের নিচে থাকা ১১ শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে। আর যাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে তাদের জামিন দেওয়া হয়েছে শিশু আদালতের মাধ্যমে। সোমবার (১১ নভেম্বর) রাতে শিশু উন্নয়ন কর্তৃপক্ষ এসব শিশুদের নিজ নিজ অভিভাবকদের কাছে বুঝিয়ে দেয়।

এ বিষয়ে শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মোহাম্মদ এহিয়াতুজ্জামান বলেন, ‘আমরা আজই (সোমবার) হাইকোর্টের আদেশ হাতে পেয়েছি। আদালতের নির্দেশনা অনুযায়ী ১২ বছরের নিচে থাকা ১১ শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে। আর যাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে, তারাও সংশ্লিষ্ট শিশু আদালতের মাধ্যমে ৬ মাসের জামিন পেয়েছে৷

এ বিষয়ে শিশু আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মোহাম্মদ এহিয়াতুজ্জামান।

শিশু আইনে উল্লেখ আছে- অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, অপরাধে জড়িত শিশুর বিচার শুধু শিশু আদালতেই হবে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড