• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাওয়া মাত্রই দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাবে : খাদ্যমন্ত্রী

  নওগাঁ প্রতিনিধি

১০ নভেম্বর ২০১৯, ২১:৫৮
খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (ফাইল ফটো)

ঘূর্ণিঝড় বুলবুলে আক্রান্ত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দিতে যথেষ্ট খাদ্য মজুত রাখা আছে। চাওয়া মাত্রই দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে যাবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রবিবার (১০ নভেম্বর) নওগাঁয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জনান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘দুর্গত এলাকার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে সব সময় যোগাযোগ রাখা হচ্ছে। চাহিদাপত্র পাওয়া মাত্রই দ্রুত ত্রাণ সরবরাহ করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে।’

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত অঞ্চলের খাদ্য বিভাগে কর্মরত সকলের ছুটি বাতিল করে সবসময় কর্মস্থলে থাকতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রী।

প্রসঙ্গত, গতকাল শনিবার মধ্যরাতে বাংলাদেশে আঘাত হানে ঘূর্ণিঝড় বুলবুল। ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার গতিতে বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। এতে এ পর্যন্ত দশজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ঝড়ের তাণ্ডব চলাকালীন অসুস্থ হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি জেলায় জেলায় বুলবুলের তাণ্ডবে হাজারো ঘরবাড়ি লন্ডভন্ডসহ প্রায় শতাধিকেরও বেশি মানুষ আহত হয়েছেন।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড