• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুলবুল এখন দুর্বল, মহাবিপদ কেটে ৩ নম্বর সতর্কতা

  নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর ২০১৯, ১১:১১
কক্সবাজার সমুদ্র সৈকত
কক্সবাজারে উত্তাল সমুদ্র সৈকত (ছবি : দৈনিক অধিকার)

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ তাণ্ডব ক্রমশ দুর্বল হয়ে পড়ায় দেশের সকল সমুদ্রবন্দরগুলোকে মহাবিপদ সঙ্কেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এ দিকে গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় ঘূর্ণিঝড় বুলবুল সম্পর্কে সর্বশেষ ব্রিফিংয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ সামছুদ্দিন আহমেদ।

তিনি বলেন, ঘূর্ণিঝড়টি বর্তমানে খুলনা-বাগেরহাট অঞ্চলে স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। সেজন্য সঙ্কেতগুলো নামিয়ে দিতে বলা হয়েছে।

এতে মংলা-পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় ৯ জেলায় জারি হওয়া ১০ নম্বর মহাবিপদ সঙ্কেত, চট্টগ্রাম বন্দরে ৯ নম্বর মহাবিপদ সঙ্কেত ও কক্সবাজারে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সঙ্কেত নামিয়ে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে। এছাড়া নৌ-রুটগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সঙ্কেত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ জেলা সমূহের ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এর আগে শনিবার (৯ নভেম্বর) ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পায়রা ও মংলা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সঙ্কেত, চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৯ নম্বর মহাবিপদ সঙ্কেত দেখাতে বলা হয়েছিল।

এছাড়া উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরায় ১০ নম্বর মহাবিপদ সঙ্কেত দেখাতে বলা হয়েছিল।

ওডি/এআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড