• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুলবুল আতঙ্কের মধ্যেই জন্ম নিল ‘বুলবুলি’

  অধিকার ডেস্ক

১০ নভেম্বর ২০১৯, ০৫:৪২
কন্যা সন্তান
মোংলার মিঠাখালীর আশ্রয়কেন্দ্রে জন্ম নেওয়া কন্যা সন্তান (ছবি : সংগৃহীত)

‘ঘূর্ণিঝড় বুলবুল’-এর তাণ্ডবের ভয়ে যখন ইয়া নফসি পাঠ করছে উপকূলবাসী ঠিক সে সময় পৃথিবীতে আসলো এক কন্যা সন্তান। ঝড়ের সাথে মিলিয়ে নাম রাখা হলো বুলবুলি।

শনিবার (৯ নভেম্বর) মধ্যরাতের দিকে মোংলার মিঠাখালীর এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপকূলীয় আশ্রয়কেন্দ্রে জন্ম নিয়েছে এই কন্যা শিশু।

শিশুটির মায়ের নাম হনুফা বেগম আর বাবা বায়েজিদ শিকদার। শিশু কন্যা ও মা দুজনই সুস্থ আছেন বলে জানান মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত মান্নান।

এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান জানান, গর্ভধারিণী হনুফা বেগমের জন্য মোংলা পরিবার পরিকল্পনা অফিস থেকে ধাত্রী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক পাঠানো হয়েছিল। নবজাতক কন্যা বুলবুলি এবং তার মাতা হনুফা বেগম সুস্থ আছেন।

এ দিকে শনিবার (৯ নভেম্বর) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের ১০ নম্বর মহাবিপদ সঙ্কেত পাওয়া চর অঞ্চলের মানুষ আশ্রয়ের জন্য যখন ছুটাছুটি করছিল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ সরকারি আবাসন প্রকল্পের ঘরে তখনই আবুল কালাম ও হনুফা বেগম দম্পতির প্রথম সন্তানের জন্ম হয়।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড