• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঘূর্ণিঝড় বুলবুল : জরুরী প্রয়োজনে কোস্ট গার্ডের হেল্প লাইন নম্বর

  অধিকার ডেস্ক

০৯ নভেম্বর ২০১৯, ০২:১০
জরুরী প্রয়োজনে কোস্ট গার্ডের হেল্প লাইন নম্বর
জরুরী প্রয়োজনে কোস্ট গার্ডের হেল্প লাইন নম্বর (ছবি : সংগৃহীত)

প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বাংলাদেশ উপকূলীয় অঞ্চল থেকে ৪৫৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে ঝড়ো হাওয়ার আকারে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এটি উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। যার ফলে উপকূলীয় অঞ্চলগুলোর ঘর-বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘূর্ণিঝড় বুলবুলকে সামনে রেখে দেশের তিনটি বিভাগে জরুরি সেবার জন্য বাংলাদেশ কোস্ট গার্ড হেল্প লাইন নম্বর চালু করেছে। এর মাধ্যমে যোগাযোগ করে স্থানীয়রা জরুরি সেবা নিতে পারবে।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের পক্ষ থেকে হেল্প লাইন নম্বর জারি করেছে।

হেল্প লাইন নম্বরগুলো হলো :

বরিশাল বিভাগ : ০১৭৬৬৬৯০৬০৩ খুলনা বিভাগ : ০১৭৬৬৬৯০৩৮৩ চট্টগ্রাম বিভাগ : ০১৭৬৬৬৯০১৫৩ অতিরিক্ত : ০১৭৬৬৬৯০০৩৩

এ বিষয়ে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম বলেছেন, ঘূর্ণিঝড় বুলবুল চলাকালীন ও ঘূর্ণিঝড় শেষে উদ্ধারকার্যসহ যেকোনো সহায়তার জন্য প্রস্তুত কোস্ট গার্ড। স্থানীয়রা এসব নম্বরে ফোন করলে কোস্ট গার্ড জরুরি সেবায় এগিয়ে আসবে।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড