• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদিতে ধরপাকড়ের শিকার আরও ৯৬ জন দেশে

  নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর ২০১৯, ১৭:২৩
সৌদিতে ধরপাকড়
ছবি : সংগৃহীত

সৌদি আরব থেকে আরও ৯৬ বাংলাদেশি শ্রমিক দেশে ফিরেছেন। বুধবার (৬ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।

এ নিয়ে চলতি মাসের প্রথম সপ্তাহেই দেশে ফিরেছেন ৪২১ জন। এর মধ্যে ১০৪ জন ১ নভেম্বর, ৭৫ জন ২ নভেম্বর, ৮৫ জন ৩ নভেম্বর, ৬১ জন ৪ নভেম্বর ও ৬ নভেম্বর ৯৬ জন ফিরেছেন। এছাড়া গত অক্টোবরের তিন দিনে সৌদি থেকে ৪৩৩ জন কর্মী দেশে ফিরেছেন।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক জানায়, এ বছরের অক্টোবর পর্যন্ত সৌদি থেকে ২০ হাজার ৬৯২ শ্রমিক দেশে ফিরেছেন। নভেম্বরের আরও ৪২১ জন যুক্ত হলো।

এসব বাংলাদেশি কর্মী একেবারে খালি হাতে নিঃস্ব হয়ে ফিরেছেন। অনেকের গায়ে ছিল কোম্পানির পোশাক, কারও পায়ে স্যান্ডেলও ছিল না। অনেকে পরনোর পোশাক ছাড়া সঙ্গে কিছুই আনতে পারেননি।

সৌদি আরবের দোকানে, রাস্তায় ধরপাকড়ের শিকার হয়ে এ শ্রমিকরা এক কাপড়েই বাংলাদেশে ফিরেছেন। ইকামা (সৌদির রেসিডেন্স পারমিট) বৈধরাও ধরপাকড় অভিযানের শিকার হয়ে সর্বস্ব হারিয়ে দেশে ফিরছেন।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড