• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

থাইল্যান্ড আমাদের বন্ধু দেশ: বাণিজ্যমন্ত্রী

  অধিকার ডেস্ক    ০৩ মে ২০১৮, ১৭:২৫

বিভিন্ন সেক্টরে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকায় সফররত থাইল্যান্ডের ইনভেস্টমেন্ট এন্ড ইকোনমিক রিফর্মস প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে এ কথা জানান।

থাইল্যান্ডের প্রতিনিধি কোবসক পুট্রকল বলেন, দুই দেশের বাণিজ্য বৃদ্ধিতে উভয় দেশই এফটিএ চুক্তিতে আগ্রহী। এ জন্য টেকনিক্যাল কমিটি কাজ করছে। থাইল্যান্ডের ব্যবসায়ীরা বাংলাদেশে আরও বেশি পরিমাণে বিনিয়োগ করতে চায় বলেও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুট্রকল বলেন, অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ, পাওয়ার, হসপিটালসহ আরও কিছু সেক্টরে তারা বিনিয়োগে আগ্রহী।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, থাইল্যান্ড আমাদের বন্ধু দেশ।যদি বর্তমানে থাইল্যান্ড বাংলাদেশকে বেশকিছু পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়। তবে আমরা তৈরি পোশাকসহ আরও যেসব পণ্য রপ্তানি করি সেসব পণ্যে এ সুবিধা চাই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড