• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

  নাটোর প্রতিনিধি

২৮ অক্টোবর ২০১৯, ১৬:৫৫
কাদিরাবাদ সেনা নিবাসে সেনাপ্রধান
কাদিরাবাদ সেনা নিবাসে সেনাপ্রধান (ছবি : দৈনিক অধিকার)

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

সোমবার (২৮ অক্টোবর) সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে সপ্তম কর্নেল কমান্ডেন্ট অভিষেক অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের উন্নয়নে সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় রক্ষায় যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে সেনা সদস্যদের সর্বদায় নিয়োজিত থাকতে হবে।

এর আগে সেনাপ্রধান কাদিরাবাদ সেনা নিবাসের প্যারেড গ্রান্ডে এসে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাইফুল আলম, কাদিরাবাদ সেনানিবাসের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলামসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনা প্রধানকে সপ্তম কর্নেল কমান্ডেন্ট হিসেবে ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এছাড়া দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান।

ওডি/ এফইউ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড