ঢাকা কলেজ প্রতিনিধি
মুন্সিগঞ্জ জেলার ঢাকা মাওয়া হাইওয়ে সড়কে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে মো. সাবাব আজাদ (২১) নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু সিয়ামও গুরুতর আহত হন।
গত শনিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে রাত পৌনে একটার দিকে সাবাব আজাদকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নিহত সাবাব আজাদের বাবা আবুল কালাম আজাদ বলেন, আমার ছেলে ঢাকা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গতকাল দুই বন্ধু মাওয়া ঘুরতে যায়। পরে ঢাকায় ফিরে আসার সময় সময় ঢাকা মাওয়া হাইওয়ে রোডের নিমতলা এলাকায় প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয় সাবাব আজাদ ও সিয়াম। পরে তাদের গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে আমার ছেলে সাবাব আজাদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, গুরুতর আহত সিয়ামকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কা জনক। আমরা বিনা ময়নাতদন্তে মরদেহটি আমাদের গ্রামের বাড়ি বরিশালে নিয়ে যাচ্ছি। বর্তমানে আমাদের বাসা নিউমার্কেট এলাকায়।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাতে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থী নিহত হয়। আজ সকালে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে শাহবাগ থানা পুলিশ। আহত আরও একজন ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন আছেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড