• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাত দিনে আগুনের গ্রাসে দগ্ধ ১১, ক্ষতি ৯ কোটি

  ইকরামুল হক নিলয়

২০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৬
আগুন
গত সাত দিনে সারা দেশে আগুন তাণ্ডবে দগ্ধ হয়েছেন ১১ জন (ছবি : সম্পাদিত)

গত সাত দিনে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের আটজনসহ মোট ১১ জন আগুনে দগ্ধ হয়েছেন। দেশজুড়ে ভয়াবহ এই আগুনের গ্রাসে তিনজন নিহত হয়েছে। আর সবমিলিয়ে ক্ষতি হয়েছে প্রায় ৯ কোটি টাকা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এক পরিসংখ্যান অনুযায়ী গত ১০ বছরে (২০০৯-২০১৮) ছোট-বড় অন্তত ১৬ হাজার অগ্নি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪৯০ জন। এ দিকে শুধু বিদায়ী বছর ২০১৯ সালেই আগুনের লেলিহান শিখা কেড়ে নিয়েছে ২ হাজার ১৩৮টি প্রাণ।

সংশ্লিষ্টদের মতে- ফায়ার সার্ভিস, রাজউক, সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন আবাসিক-বাণিজ্যিক ভবন ও কলকারখানায় পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকলে অনেকাংশেই অগ্নিকাণ্ড কমিয়ে আনা সম্ভব। সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কড়া নজরদারি আর কার্যকরী পদক্ষেপের পাশাপাশি সচেতন মহলের দাবি আগুন তাণ্ডব রোধে সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি।

অগ্নিদুর্ঘটনা রোধে দমকল বাহিনীর বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারণার মধ্যেও গেল বছর যেখানে আগুনের তাণ্ডব অতীতের রেকর্ড ছাড়িয়েছে সেখানে চলতি বছরে গত সাত দিনে দেশের ৯টি জেলায় আগুনের ঘটনা ঘটেছে।

এর মধ্যে গত ১৩ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের সদর উপজেলায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সড়কে’ চারটি দোকানঘরে আগুন লেগে অন্তত কয়েক লাখ টাকার ক্ষতি হয়। রাত ১১টার দিকে আগুনের খবর পেয়ে সেদিন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

স্থানীয়দের ধারণা দোকানের কর্মচারীদের ব্যবহৃত কয়েলের আগুন থেকে ওই দুর্ঘটনা ঘটে।

একই দিনে ময়মনসিংহের ভালুকা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রাণহানি না ঘটলেও দোকানে থাকা কাপড়, ফ্রিজ, টিভিসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৬৫ লাখ টাকার ক্ষতি হয়। রাত পৌনে ১১টার দিকে উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর বাজারে লাগা এই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিটকে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চেষ্টা চালাতে হয়।

এ দিকে, গত ১৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার ইসদাইর বাজারে আগুন লেগে প্রায় অর্ধ শতাধিক ঘর পুড়ে যায়। রাত পরে ৩টার দিকে লাগা এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটসহ মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরদিন ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মারচর-লোকনাথপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই এলাকার কৃষকসহ ৩০টি পরিবারের বসতঘর ছাড়াও ১৫টি গৃহপালিত পশু আগুনে দগ্ধ হয়ে মারা যায়।

বসতবাড়ির রান্নাঘরের চুলা থেকে এই আগুনের ঘটনা ঘটে।

একই দিন খুলনায় পৃথক তিনটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে রাত ১২টার দিকে নগরীর হরিণটানা থানার শ্মশান ঘাট এলাকায় আগুনে পুড়ে এক বৃদ্ধা ভিক্ষুক (৬৫) নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

এছাড়া রাত ১টার দিকে নগরীর পশ্চিম রূপসা এলাকায় কোকাকোলা গোডাউনের পাশে একটি কাঠের আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় একই সময় নগরীর জামান জুট মিলে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রাণহানি না ঘটলেও প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ দিকে, গত ১৬ ফেব্রুয়ারি বরিশালের উজিরপুরে রহস্যজনক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় উপজেলা বিএনপির কার্যালয়।

গত ১৭ ফেব্রুয়ারি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মীভূত হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা। ওই দিন সকাল সাড়ে ৮টার দিকে একলাশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুকবুল আহমদের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে এতে প্রাণহানি না ঘটলেও ঘরগুলোতে থাকা জমি বিক্রির নগদ ৫ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও ফ্রিজসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন : ধান ছেড়ে তামাক চাষে ঝুঁকছে কৃষক

একই দিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের আটজন দগ্ধ হন। ভোর ৫টার দিকে সাইনবোর্ড এলাকার সাহেবপাড়া ফারুকের বাড়ির চারতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠায়।

একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধদের মধ্যে নূরজাহান বেগম (৬০) ও তার ছেলে কিরণ মিয়ার (৪৫) মৃত্যু হয়।

এছাড়া গত ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে অন্তত ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

একই দিন রাজধানীর কদমতলী থানা এলাকার শ্যামপুরে একটি টিনশেড বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের চুলা বিস্ফোরণে দুই যুবক দগ্ধ হয়।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড