• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিদ্যুৎহীন ঢাকা উত্তরের নগর ভবন, ভোগান্তিতে মেয়র-কাউন্সিলর

  অধিকার ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ১৮:৫৭
ডিএনসিসি
ডিএনসিসির লগো (ছবি : সংগৃহীত)

ট্রান্সফরমারের বিস্ফোরণের পর জেনারেটর‌ও বিকল হয়ে পড়ায় বুধবার (২৩ অক্টোবর) দুপুর থেকেই বিদ্যুৎহীন রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবন।

বিদ্যুৎ সংযোগ ফিরতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে এমনটিই জানানো হয়েছে সিটি করপোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুনসহ অন্যান্যদের।

জানা যায়, মশক নিধনে সিটি করপোরেশনের কর্ম পরিকল্পনা জানাতে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে আসেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। পরে বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলন চলাকালেই বিদ্যুৎ চলে যায়। এক পর্যায়ে ভবন থাকা জেনারেটর‌ও বিকল হয়ে পড়ে। ফলে মুহূর্তেই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে সমগ্র নগর ভবন।

কাচে ঘেরা রাজধানীর গুলশানে অবস্থিত উত্তর সিটি করপোরেশনের প্রধান এই কার্যালয়। ফলে নেই বাতাস চলাচলের কোনো ব্যবস্থা। এ দিকে, বিদ্যুৎহীন থাকায় কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীসহ নগর ভবনে আসা অন্যান্যরা।

এ সময় ইউনিমার্ট ভবনের নবম, দশম ও একাদশ তলা নিয়ে গঠিত এ সিটি করপোরেশনের লিফট বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই হেঁটে ভবন থেকে নেমে আসতে দেখা যায়।

এ দিকে, দুপুর ১টার দিকে ইউনিমার্টের একটি বিকল্প লিফটের মাধ্যমে মেয়রসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিচে নেমে আসেন। পাশাপাশি মেয়র এ সময় অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের‌ও নিচে নেমে আসতে বলেন।

অপরদিকে বিদ্যুৎহীন নগর ভবনে সেবা নিতে আসা নাগরিকদেরও পড়তে হয়েছে চরম বিড়ম্বনায়। বাইরে বৃষ্টি থাকায় এ সময় দুপুর পর্যন্ত তাদের ভবনের নিচতলার অভ্যর্থনা কেন্দ্রের সামনেই অপেক্ষা করতে দেখা গেছে।

বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নগর ভবনের বিদ্যুৎ সংযোগ সচল হয়নি জানিয়ে প্রধান জনসংযোগ কর্মকর্তা মামুন বলেন, ট্রান্সফর্মার বিকল হওয়াতেই এ সমস্যা হয়েছে। বর্তমানে এটি মেরামতের কাজ চলছে।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড