• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিখোঁজ রাশেদ আরমানের সন্ধান চায় পরিবার

  নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর ২০১৯, ১৩:৩৮
নিখোঁজ রাশেদ আরমান
নিখোঁজ রাশেদ আরমান

গত ৫ দিন ধরে রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ হওয়া কলেজ ছাত্র রাশেদ আরমানের (২৫) সন্ধান চায় তার পরিবার। প্রিয় সন্তানকে ফিরে পেতে প্রতীক্ষার প্রহর গুণছেন তার বাবা মানিক সরদার।

নিখোঁজ রাশেদ আরমানের গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার কটগজতাল গ্রামে।

তিনি জানান, রাশেদ আরমান পল্লবী থানার সেকশন- এগারো, ব্লক ধ, রোড ২, বাসা-১১৪ ঠিকানায় তার ভাগ্নির বাসায় থাকতেন। পড়াশোনা করতেন স্থানীয় বঙ্গবন্ধু কলেজে। গত ১৯ অক্টোবর রাতে চা পানের কথা বলে বের হয়ে সে আর ফেরেনি।

এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তার খোঁজ মেলেনি।

রাশেদ আরমানের বাবা মানিক সরদার জানান, ছেলে ফিরে আসবে এই আশায় পথ চেয়ে বসে আসেন তারা। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পল্লবী থানায় জিডি করেছেন। জিডি নং ২২৪২। তারিখ ২২ অক্টোবর ২০১৯।

বাড়ি থেকে বের হবার সময় রাশেদের পরনে সাদা রঙের চেক লুঙ্গি ছিল। গায়ের রং ফর্সা বর্ণের। মুখমন্ডল গোলাকার। উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে ০১৭৪৪২৭৯৪৭৪ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড