• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

চিত্র প্রদর্শনীর মাধ্যমে জ্ঞান বিনিময় হচ্ছে : ডিএনসিসি মেয়র

  নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর ২০১৯, ২০:১৩
আতিকুল ইসলাম
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম (ছবি : সংগৃহীত)

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ‘পেইন্ট ইউর ড্রিম’ এর মাধ্যমে এক দেশের বাচ্চাদের সঙ্গে অন্য দেশের বাচ্চাদের জ্ঞান বিনিময় হচ্ছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার উত্তরায় বাংলাদেশ ক্লাবে আয়োজিত আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ফোকাস বাংলাদেশ এ চিত্র প্রদর্শনীর আয়োজন করে।

মেয়র বলেন, এই চিত্র প্রদর্শনীতে ৬টি দেশ অংশগ্রহণ করেছে। চিত্রের মাধ্যমে একেক দেশের কালচার উঠে আসবে। চিত্রের মাধ্যমে এক দেশ অন্য দেশের কালচার সম্পর্কে জানতে পারবে।

প্রদর্শনী অনুষ্ঠানে বিশিষ্ট ভাস্কর্য ও শিল্পী হামিদুজ্জামান খান বলেন, আজকাল আমাদের সমাজে শিল্পের তেমন গুরুত্ব নেই। কিন্তু এটি শিশুদের মানসিক বিকাশ এবং সামাজিকীকরণ প্রক্রিয়ার অন্যতম একটি মৌলিক দিক। তারা আমাদের ভবিষ্যৎ প্রতিনিধি।

১৯ অক্টোবর পর্যন্ত দুই দিনব্যাপী এ প্রদর্শনী চলবে। প্রদর্শনীতে বাংলাদেশ, চীন, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডসহ ৬টি দেশের ৪০০ শিশুশিল্পী অংশগ্রহণ করছে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড