• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবরার হত্যায় ঢাকাস্থ কুষ্টিয়া নাগরিক ফোরামের নিন্দা

  অধিকার ডেস্ক

১১ অক্টোবর ২০১৯, ১৬:১১
আবরার ফাহাদ
আবরার ফাহাদ (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সন্তান আবরার ফাহাদকে ছাত্রলীগের নেতা কর্মীদের দ্বারা নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ কুষ্টিয়া নাগরিক ফোরাম।

সংগঠনটির নেতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ বান্না এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, দেশে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। ঘরে-বাইরে সর্বত্রই মানুষ নিরাপত্তাহীন। বুয়েটের মতো প্রতিষ্ঠানের আবাসিক হলের রুম থেকে একজন মেধাবী ছাত্রকে ধরে নিয়ে হলের ভেতরেই নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দেশবাসী স্তম্ভিত। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বার্থের পক্ষে কথা বলার কণ্ঠকে স্তব্ধ করে দেয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান। একইসঙ্গে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, হত্যা, নৈরাজ্য, চাঁদাবাজিসহ সব অপকর্ম বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিও জানান।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড