• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিমানবন্দর পার হতে ১০ লাখ টাকা চুক্তি, আটক ২ 

  সাহিত্য ডেস্ক

০৯ অক্টোবর ২০১৯, ০৫:১৮
ভুয়া সাংবাদিক
আটক ভুয়া দুই সাংবাদিক ( ছবি : সংগৃহীত )

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভুয়া দুই সাংবাদিককে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৫টার দিকে বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত দুইজন হলেন- মো. শাহাদাৎ হোসেন ও মো. দুলাল খান।

জানা যায়, সংবাদপত্রের ভুয়া পরিচয়পত্র বানিয়ে তুর্কি হয়ে গ্রিসে পাড়ি জমাতে চেয়েছিলেন আটক হওয়া দুই যুবক। তাদের কাতার এয়ার ওয়েজের একটি ফ্লাইটে করে ইস্তাম্বুল হয়ে গ্রিসে যাওয়ার কথা ছিল।

এনএসআই এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানায়, জিজ্ঞাসাবাদে আটক যাত্রীরা স্বীকার করেছে, তারা দৈনিক জাতীয় অর্থনীতি নামে একটি পত্রিকার সম্পাদক এম.জি. কিবরিয়ার সহযোগিতায় ইস্তাম্বুল হয়ে গ্রিসে যাচ্ছিল। যাত্রীরা এয়ারপোর্টে কোনো সমস্যায় যেন না পড়ে সেই জন্য ভুয়া প্রেসের আইডি কার্ড দিয়ে দেন এম জি কিবরিয়া। এ জন্য তাদের সঙ্গে ১০ লাখ টাকার চুক্তি হয় এম জি কিবরিয়ার। এর মধ্যে একজন সাড়ে ৩ লাখ এবং অন্যজন ১ লাখ টাকা পরিশোধ করেছে বলে জানিয়েছে আটককৃতরা।

ওডি/এসএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড