• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুয়েট শিক্ষার্থী হত্যায় কুষ্টিয়া আইনজীবী সমিতির নিন্দা

  অধিকার ডেস্ক

০৮ অক্টোবর ২০১৯, ২২:৩৭
আবরার ফাহাদ
শিক্ষার্থী আবরার ফাহাদ (ছবি- সংগৃহীত)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ বৃহত্তর কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে এক সমিতির সভাপতি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় দেশের অভিভাবক মহলে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সর্বোচ্চ বিদ্যাপীঠে এ ধরনের হত্যাযজ্ঞ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কোনো শিক্ষার্থী যদি কোনো অন্যায় করে থাকে তাহলে দেশে প্রশাসন আছে, বুয়েট কর্তৃপক্ষ আছে। সেখানে বিচার করতে পারত; কিন্তু এভাবে আইনকে হাতে তুলে নিয়ে কেবল সন্দেহের বশবর্তী হয়ে একজন শিক্ষার্থীকে পিটিয়ে মেরে ফেলার ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছে।

এতে আরও বলা হয়, অবিলম্বে খুনিদের গ্রেফতার করে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে।

প্রসঙ্গত, গত রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে বুয়েটের হলে শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড