• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নবম ওয়েজ বোর্ড সংশোধনের দাবিতে বিবৃতি 

  নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর ২০১৯, ২২:৩৭
বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন
বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন লোগো ( ছবি : সংগৃহীত )

নবম ওয়েজ বোর্ড সংশোধনের দাবিতে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্সের কার্যনির্বাহী পরিষদের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টন এলাকায় ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠিত হয়।

সভায় নবম ওয়েজ বোর্ডের ১২তম অধ্যায় বেআইনি এবং অসংগতিপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করায় সভায় ক্ষোভ ও নিন্দা জানানো হয়। তাই নবম ওয়েজ বোর্ড সংশোধন করে অতিরিক্ত গেজেট প্রকাশের দাবি করে ফেডারেশনের নেতারা।

একই সঙ্গে নেতারা বলেন, অবিলম্বে দাবিসমূহ সংশোধন করে গেজেট প্রকাশ করা না হলে গণমাধ্যমে বিশৃঙ্খলা ও যে কোনো পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই দায়ী থাকবে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের মহাসচিব মো. খায়রুল ইসলাম, প্রেস ফেডারেশনের মহাসচিব কামাল উদ্দিন, বজলুর রহমান মিলন, তানভীর হোসাইনসহ আরও অনেকে।

ওডি/এসএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড