• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ৩

  অধিকার ডেস্ক

০৬ অক্টোবর ২০১৯, ২৩:৪৮
সদরঘাট
সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি (ছবি : সংগৃহীত)

রাজধানী ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। রবিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনায় তিন জন নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, এমভি সুন্দরবন-৯ লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে যায়। ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

ইতোমধ্যে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সদরঘাট ও সদরঘাট নৌ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ডুবুরিরা কাজ করছে। তাৎক্ষণিকভাবে নিখোঁজ তিনজনের পরিচয় জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রাত সোয়া ৯টার দিকে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার জানান, এখন পর্যন্ত জীবিত বা মৃত অবস্থায় কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকাটি ডুবে যাওয়ার সময় তিন জন যাত্রী সাঁতরে নদীর তীরে উঠতে পারলে। বাকি তিন জন নিখোঁজ রয়েছে।

হামজা লাল শেখ নামে লঞ্চ মালিকদের একজন জানিয়েছেন, সদরঘাটে টার্মিনালের ঘেঁষে একটি গুদারা ঘাট রয়েছে। এখানে বহু নৌকা ঝুঁকি নিয়ে লঞ্চের সামনে দিয়ে চলাফেরা করে। ফলে প্রায়ই লঞ্চের সঙ্গে ছোটখাটো দুর্ঘটনা ঘটে। তবুও নৌকা চলাচল বন্ধ হয়নি এখানে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কে জানিয়েও ঘাটটি সরানো যায়নি।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান ও সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূইয়া জানান, একটি ডিঙ্গি নৌকা ছয়জন যাত্রী নিয়ে বুড়িগঙ্গা নদী পার হতে গেলে এমভি সুন্দরবন-৯ লঞ্চটি পেছনের দিকে বাড়ালে লঞ্চের নিচে পড়ে নৌকাটি ডুবে যায়।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড