• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজধানীতে এবার স্পা সেন্টারে অভিযান (ভিডিও)

  নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৩
স্পা
(ছবি : প্রতীকী)

রাজধানী ঢাকায় ক্যাসিনো ও জুয়ার আসরে অভিযানের পর এবার স্পা সেন্টারগুলোয় অভিযান চালানো হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) রাত আটটার দিকে গুলশানের নাভানা টাওয়ারের ১৮, ১৯ ও ২০ তলায় ৩টি স্পা সেন্টারে অভিযান চালায় গুলশান থানা পুলিশ।

স্পা সেন্টারগুলো হলো- ম্যাঙ্গো স্পা, লাইভ স্টাইল হেল্থ ক্লাব অ্যান্ড স্পা অ্যান্ড সেুলন, রেডিডেন্স সেলুন-২ অ্যান্ড স্পা।

পুলিশের গুলশান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

সুদীপ কুমার চক্রবর্তী বলেন, সেখানে স্পার পাশাপাশি অসামাজিক কার্যক্রম পরিচালনা হওয়ার অভিযোগ রয়েছে। এ অভিযোগ ক্ষতিয়ে দেখতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

রাজধানীতে স্পার নামে অশ্লীলতা, অসামাজিক কার্যকলাপের এ রকম আরও অনেক অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানগুলো নিজেদের ফেসবুক পেজে স্পন্সর বিজ্ঞাপন দিয়ে তাদের প্রচারণা করে থাকে।

রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ ক্যাসিনোতে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারই ধারাবাহিকতায় আজও (২২ সেপ্টেম্বর) চারটি ক্লাবে অভিযান চালানো হয়। ক্লাবগুলো হলো- আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। অভিযানে চারটি ক্লাবেই ক্যাসিনোর সরঞ্জাম পেয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

গত ১৮ সেপ্টেম্বর অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে র‍্যাবের হাতে আটক হন ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। পরে অস্ত্র ও মাদকের পৃথক দুই মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড