• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

কলাবাগান ক্লাব থেকে অস্ত্র-মাদক উদ্ধার, সভাপতিসহ আটক ৫

  নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৩
আটক
আটককৃত কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি (ছবি : ফাইল ফটো)

ঢাকার কলাবাগান ক্রীড়াচক্র ক্লাব থেকে বিশেষ ধরণের ইয়াবা, ক্যাসিনো সামগ্রী, একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম ও ক্লাবের সভাপতিসহ মোট পাঁচজনকে আটক করেছে র‍্যাব-২।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় কলাবাগান ক্লাবে অভিযান শেষে র‍্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় তিনি বলেন, কলাবাগান ক্লাবের ক্রীড়া সংস্থার আড়ালে নানা ধরণের অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হত বলে আমাদের কাছে তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।

আশিক বিল্লাহ আরও বলেন, অভিযান চালিয়ে সেখান থেকে ৫৭২ পিস মার্কিন প্লেয়িং কার্ড, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, গন্ধহীন নতুন ধরণের হলুদ ইয়াবা ও ক্যাসিনো খেলার কয়েন উদ্ধার করা হয়েছে। এমনকি ক্যাসিনো খেলার বিভিন্ন সরঞ্জামও রয়েছে সেখানে। এ থেকে ধারণা করা হচ্ছে একসময় এখানে ক্যাসিনো খেলা হত।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুর রহমান, হারুন আনোয়ার লিটনসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করা হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

ওডি/এএসএল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড