• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাহজাহানপুরে রেল কলোনির অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

  অধিকার ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৯
রেলওয়ে কর্তৃপক্ষ
ছবি : সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে অবৈধভাবে দখল করে গড়ে ওঠা দোকানপাট, বসতিসহ সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অবৈধভাবে দখল করা স্থান থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রথমে মাইকিং করে বিষয়টি অবগত করে রেল কর্তৃপক্ষ, পরে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার কাজ শুরু হয়।

শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে দীর্ঘদিন ধরে বেশ কিছু জায়গার অবৈধ দখল নিয়ে রেখেছিল একটি মহল বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

রেলওয়ে সূত্র জানায়, এসব জায়গায় ভবন তুলে তারা বসবাস করছে এবং ভাড়া দিচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ রেলের সম্পত্তির দখল নিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযোনের নেতৃত্ব দেওয়া রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম বলেন, ‘রেলওয়ের এ কলোনিতে অনেক দিন ধরে বেশ কিছু জায়গা অবৈধ দখলে ছিল। এসব জায়গায় ভবন তুলে তারা বসবাস করছে এবং ভাড়া দিচ্ছে। রেলের সম্পদ উদ্ধার করতে এ অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে অন্যান্য স্থানেও এই অভিযান পরিচালনা করা হবে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড