• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝগড়া করে নবজাতককে হাসপাতালে রেখে পালিয়ে গেলেন মা-বাবা

  অধিকার ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:১০
হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক
হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক (ছবি : সংগৃহীত)

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সদ্য ভূমিষ্ঠ হওয়া এক মেয়ে নবজাতককে রেখে পালিয়েছেন তার মা ও বাবা। শিশুটিকে এনআইসিইউতে ভর্তি রাখা হয়েছে। সে সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে সিজারের মাধ্যমে তার জন্ম হয়। পরে নবজাতকটির সঙ্গে ছিলেন তার মা-বাবা দুজনই।

তবে শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে নবজাতকটি হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডে থাকলেও রহস্যজনকভাবে তার মা-বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ওই বেডের পাশে থাকা রোগীর স্বজনরা জানান, বাবা-মায়ের ঝগড়ার জের ধরে তারা নবজাতকটিকে হাসপাতালে রেখে চলে গেছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান জানান, রাতে খবর পাই হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডে এক মেয়ে নবজাতক বিছানায় পড়ে আছে, তার সঙ্গে কেউ নেই। ওয়ার্ডে গিয়ে খোঁজখবর নিয়ে জানা যায়, ১৩ তারিখ ভোরে সিজারের মাধ্যমে তার জন্ম হয়। এরপর থেকেই ১০৬ নম্বর ওয়ার্ডের অতিরিক্ত বিছানায় চিকিৎসাধীন ছিল নবজাতকটি। নবজাতকটির সঙ্গে তার বাবা ও মা ছিলেন।

তিনি আরও জানান, নবজাতকটির মায়ের নাম নাহার ও বাবার নাম রাসেল। তাদের বাসা রাজধানীর মিরপুরে। তাদের খোঁজা হচ্ছে।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড