• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজধানীতে ভবন থেকে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু

  অধিকার ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৫
মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর শাহ আলীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম শফিউল্লাহ (৪৫)।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টা ৩০ মিনিটে মৃত ঘোষণা করেন।

নিহত শফিউল্লাহ বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামের রাশেদের ছেলে। রাজধানীর ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন তিনি।

এ বিষয়ে শফিউল্লাহর সহকর্মী মো. সবুজ মিয়া জানান, ঢাকা মিরপুরের চিড়িয়াখানা রোডের বিসিআইসি কলেজের সামনের একটি নির্মাণাধীন দশ তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। সকালে ৮ তলার বাইরের অংশে পাশে মাচাং বেঁধে কাজ করছিলেন। তখন মাচাং ভেঙে নিচে পড়ে যায়। এতে গুরুতর অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

সবুজ মিয়া আরও বলেন, আমি তার সঙ্গেই থাকতাম, রাতে ঘুমাতাম। প্রায়ই তার পরিবারের সঙ্গে চাঁপাইয়ে ফিরে সুখে জীবনযাপনের কথা বলত সে।

শফিউল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া। তিনি জানান, নিহতের মরদেহ ময়না তদন্ত করা হয়েছে। থানায় জিডি শেষে তার লাশ হস্তান্তর করা হবে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড