• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আগামী সপ্তাহ থেকে ফুটপাত দখলমুক্ত অভিযান : মেয়র আতিক

  অধিকার ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৫
আতিকুল ইসলাম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম (ফাইল ছবি)

চলতি মাসের ২০ তারিখ থেকে ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গাবতলী কাঁচাবাজারে ঢাকা উত্তর সিটির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ফুটপাত দখলমুক্ত করা আমাদের একটা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, এলজিইডি মন্ত্রীর (স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম) সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। দুঃখজনক হলো, মানুষের চলাচলের জন্য বানানো ফুটপাতগুলো দখল হয়ে যাচ্ছে।

ডিএনসিসি মেয়র বলেন, স্থানীয় সরকার ও সিটি করপোরেশন থেকে যে ফুটপাতগুলো তৈরি করা হয়েছে, এর অধিকাংশই দখল হয়ে যাচ্ছে। আমরা চাই, ফুটপাত দিয়ে মানুষ চলাচল করবে আর যানবাহন চলবে রাস্তা দিয়ে। তাই, সবাইকে নিয়ে একসঙ্গে আগামী ২০ তারিখ থেকে ফুটপাত দখলমুক্তি অভিযান শুরু করা হবে। আশা করি, দেশের জনগণ, গণমাধ্যমসহ সবাই এ কাজে আমাদের সহযোগিতা করবেন।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড