• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের ৩ সদস্য গ্রেফতার

  অধিকার ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০৬
গ্রেফতার
প্রতীকী ছবি

রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল। গ্রেফতারকৃতরা হলেন- মো. রাসেল হোসেন (২১), জুয়েল মাহমুদ ওরফে ইমাম মাহমুদ (২৬) ও আবু জাফর সোহেল (৩৬)।

সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকাল ৫টা ৩০ মিনিটের দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের বাস কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া রাসেলের বাড়ি পাবনা জেরার সাঁথিয়া উপজেলায়। তিনি রাজশাহীর ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজির শিক্ষার্থী। ইমাম মাহমুদের বাড়ি নাটোর জেলার বাগাতিপাড়ায়। অপর সদস্য রাসেল রাজধানীর খিলগাঁও সিপাহীবাগের বাসিন্দা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতরা আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য এবং বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার জন্য তারা তহবিল সংগ্রহ এবং কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

গ্রেফতারকৃতরা বড় ধরনের নাশকতা সৃষ্টির লক্ষ্যে সংগঠিত হন বলে পুলিশ সূত্রে জানা যায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড