• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসি ভবনে অগ্নিকাণ্ড, বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন 

  অধিকার ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩১
নির্বাচন ভবন
নির্বাচন ভবন ( ছবি : সংগৃহীত )

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জমা দেবে।

তদন্ত কমিটির প্রধান ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সব পর্যালোচনা করে বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেব। প্রতিবেদনে যা উঠে আসবে, তখন জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে রবিবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা ৬ মিনিটে ইসি ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট রাত ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ বিষয়ে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন শাখার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেছেন, তাদের আশঙ্কার তুলনায় ক্ষতি কম হয়েছে। তিনি বলেন, ইভিএমের কট্রোল ইউনিটের কোনো ক্ষতি হয়নি। মনিটরের কিছু ক্ষতি হয়েছে, সেটা আগুনের কারণে নয়। আগুন নেভানোর পানির কারণে।

এ ঘটনার কারণ উদ্ধারে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইসির তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর অন্য দিকে ফায়ার সার্ভিসের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

ওডি/এসএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড