• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সদরঘাটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে লঞ্চযাত্রী গুরুতর আহত 

  নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট ২০১৯, ১২:২২
ছিনতাই
ছবি : প্রতীকী

রাজধানীর সদরঘাটের বেড়িবাঁধ এলাকায় লঞ্চ থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পড়েন লাল মিয়া (৪০)। ছিনতাইকারীরা তার পেটে একাধিক ছুরিকাঘাত করে তাকে রাস্তায় মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে তার সর্বস্ব লুট করে নিয়ে যায়।

শনিবার (২৪ আগস্ট) ভোর সাড়ে পাঁচটায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

আহতের সহকর্মী আরিফ জানান, লঞ্চযোগে শিবচর ভবানিপুর গ্রাম থেকে সোয়ারী ঘাট এলাকায় লঞ্চ থেকে নামার পরই পানির পাম্প এলাকায় তিন ছিনতাইকারী লাল মিয়াকে পেটে ছুরিকাঘাত করে তার কাছে থাকা মোবাইল ও টাকা পয়সা লুট করে নিয়ে যায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত লাল মিয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

আহত লাল মিয়া মাদারীপুর জেলার কালকিনি থানার ভবানীপুর গ্রামের আফসার বেপারীর ছেলে। তিনি পুরান ঢাকার চকবাজারের উর্দু রোডে কামালবাগ এলাকায় একটি প্লাস্টিক গোডাউনের শ্রমিক হিসেবে কাজ করেন।

ওডি/এসএইচএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড