• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

দিনে লুট, রাতে তালা ভেঙে প্রবেশ 

  নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট ২০১৯, ২০:৫০
র‌্যাব
ছবি : প্রতীকী

দিনের বেলায় ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে ছিনতাই করে ওরা, আর রাতের বেলায় পরিণত হয় সংঘবদ্ধ ডাকাত দলে। রাজধানীর শেরেবাংলা নগর থেকে এমন একটি গ্রুপ আটক করেছে র‌্যাব-২।

আটকরা হলেন- কাজল (৩৬), নাজির হাওলাদার (২০), সুজন (২৫), সাইফুল (২২) ও স্বাধীন শেখ (১৯)।

শুক্রবার (২৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ইন্দিরা রোড এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করে র‌্যাব-২। বিষয় নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মোহাম্মদ সাইফুল মালিক।

সাইফুল মালিক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ইন্দিরা রোড এলাকায় অভিযান চলাকালে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, দুটি ড্যাগার, দুটি ছুরি, তিনটি মোবাইল উদ্ধার করা হয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

তিনি বলেন, চক্রের সদস্যরা দিনের বেলায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় মূল্যবান সামগ্রী ছিনতাই করে। এছাড়া রাতে একত্রিত হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে গ্রিল কেটে ও তালা ভেঙে প্রবেশ করে ডাকাতি করে থাকে।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি সাইফুল মালিক।

ওডি/আরএডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড