• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভবনে মশার লার্ভা, ২ লাখ টাকা জরিমানা

  অধিকার ডেস্ক

১৯ আগস্ট ২০১৯, ২১:৪৯
এডিস মশার লার্ভা
এডিস মশার লার্ভা (ছবি : সংগৃহীত)

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মশার লার্ভা পাওয়ায় ৯ ভবন মালিককে ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার (১৯ আগস্ট) ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

ডিএসসিসির জনসংযোগ বিভাগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হোসেন ৫০ নয়াপল্টন ইস্টার্ন ভিউকে ৭৫ হাজার টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ধানমণ্ডি ৮/এ (নতুন) সড়কের ৩১৭, ৩১৭/১ এবং ৩১৭/২ হোল্ডিং লার্ভা পাওয়ায় এস ফার্ম লিমিটেডের নির্মাণাধীন ভবনকে ৫০ হাজার টাকা এবং ২৪/ এ/বি তোপখানা রোডের ভবন মালিককে ৫০ হাজার টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবর আলী ১৭/১ লালবাগ, জগন্নাথ সাহা ভবন মালিককে ১০ হাজার টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদ উল্লাহ, আতিকউল্লাহ এবং সোনিয়া হোসেন যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫ বাড়ির মালিককে ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন।

প্রসঙ্গত: ডিএসসিসির পক্ষ থেকে ৫৮ হাজার ৭৪৮ বাড়িতে অভিযান চালানো হয়েছে এবং এগুলোর মধ্যে অনেক বাড়িতেই এডিসের লার্ভা পাওয়ায় তা ধ্বংস করে দেয়াসহ বাড়ির মালিকদের এ বিষয়ে সচেতন করা হয়েছে। এ ছাড়া এডিস মশার লার্ভা ধ্বংস করার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস সদস্যগণ ১ লাখ ১১ হাজার বাসা-বাড়িতে গিয়েছে।

ওডি/এসএস

(ছবি : সংগৃহীত)

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড