• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

৮ দিন লড়াই করে চলে গেলেন দগ্ধ লিটন, স্ত্রী-সন্তানরাও আশঙ্কাজনক

  অধিকার ডেস্ক

১২ আগস্ট ২০১৯, ২০:৩৫
ঢামেক হাসপাতাল
ফাইল ছবি

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগানের একটি বাসার এয়ার কন্ডিশন (এসি) বিস্ফোরণে দগ্ধ মনিরুজ্জামান লিটন (৩৮) টানা ৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে চলে গেলেন না ফেরার দেশে। সোমবার (১২ আগস্ট) ঈদের দিন দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

গত ৫ আগস্ট (সোমবার) ভোর ৫টা ৩০ মিনিটের দিকে এসি বিস্ফোরণে মনিরুজ্জামান লিটনসহ তার স্ত্রী ও দুই সন্তান দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধ বাকি তিনজন হলেন- লিটনের স্ত্রী টুম্পা আক্তার (৩০), মেয়ে লাইবা (৭) ও লিবান (৮ মাস)।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

বাচ্চু মিয়া বলেন, ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থান আজ সোমবার দুপুর ১২টা দিকে মনিরুজ্জামান লিটন মারা যান। তার অবস্থা আগে থেকেই আশঙ্কাজনক ছিল।

এসি বিস্ফোরণে লিটনের শরীরের ৫০ ভাগ দগ্ধ হয়েছিল। এছাড়া টুম্পার ২৫ শতাংশ, লাইবার ১৭ শতাংশ ও লিবানের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তবে দগ্ধ বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড