• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকায় নামছে ১৪ হাজার পরিচ্ছন্নতা কর্মী

  নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট ২০১৯, ১০:০২
বর্জ্য ব্যবস্থাপনা
ফাইল ফটো

ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় পশু কুরবানি করার পর সৃষ্ট বর্জ্য সরাতে প্রায় ১৪ হাজার পরিচ্ছন্নতা কর্মী কাজ করবে। রাজধানীবাসীকে স্বস্তি দিতে এ উদ্যোগ নিয়েছে দুই সিটি।

সোমবার (১২ আগস্ট) দুপুর দুইটায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম উত্তরা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করবেন। দুপুর পৌনে তিনটার দিকে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ধোলাইখালের সাদেক হোসেন খোকা মাঠের সামনের জায়গা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মঞ্জুর হোসেন জানান, বর্জ্য ব্যবস্থাপনায় এবার ডিএসসিসিতে প্রায় ৮ হাজার কর্মী ও ডিএনসিসিতে প্রায় ৬ হাজার কর্মী কাজ করবেন। এদের মধ্যে ডিএনসিসির নিয়মিত কর্মী প্রায় আড়াই হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় পিডাব্লিউসিএসপিএর প্রায় সাড়ে ৪ হাজার কর্মী বর্জ্য অপসারণে কাজ করবেন।

ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেন জানান, ডিএসসিসির নিয়মিত কর্মী ৫ হাজার ২৪১ জন। সঙ্গে থাকছে পিডাব্লিউসিএসপিএর প্রায় ৩ হাজার কর্মী। এছাড়াও দ্রুত বর্জ্য অপসারণে দুই সিটিতেই থাকছে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া পরিচ্ছন্নতাকর্মী। সব মিলিয়ে ১৪ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী এবার থাকছে রাজধানীতে কোরবানি হওয়া পশুর বর্জ্য অপসারণ মিশনে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড