• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফাঁকা রাজধানীতে ঈদের আমেজ

  নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট ২০১৯, ১১:২৯
শাহবাগে
রাজধানীর শাহবাগে রাস্তা অনেকটাই ফাঁকা, দু-একটি করে বাস ও অন্য গাড়ি চলছে (ছবি : সংগৃহীত)

দুইদিন আগেও রাজধানীর সড়কগুলোতে ছিল পরিবহনে ঠাসা। যানজটের কারণে দুই কিলোমিটারের মতো রাস্তা অতিক্রম করতে হয়েছে প্রায় ১ ঘণ্টায়। তবে রবিবার (১১ আগস্ট) সেই চিত্র একেবারেই পাল্টে গেছে। এখন ঢাকার রাস্তায় গাড়ি চলছে অনেকটা সাঁই সাঁই করে। ঈদের ছুটিতে গ্রামের ছুটছেন মানুষ, তাই ঢাকা এখন ফাঁকা।

আজ দিন গড়িয়ে আসছে রাত, রাত পোহালেই ঈদ। এরইমধ্যে রাজধানীতে পবিত্র ঈদুল আজহার আমেজ শুরু হয়েছে। রাজধানীর বিপণিবিতানগুলোতে মানুষের ভিড় নেই বললেই চলে। গুরুত্বপূর্ণ সড়কেও নেই চিরচেনা অসহনীয় যানজট।

ঈদ উপলক্ষে বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে ঢাকা ছাড়তে শুরু করেন রাজধানীতে অবস্থান করা গ্রামের মানুষ। শনিবার (১০ আগস্ট) পর্যন্ত অধিকাংশ মানুষই ঢাকা ছেড়েছেন। সবশেষ বড় একটা অংশ রবিবার (১১ আগস্ট) ভোরে রওনা দিয়েছেন। তাই আজ নেই চিরচেনা যানজট, কর্মব্যস্ততা।

ঢাকায় কত মানুষ বাস করেন, কত মানুষ ঈদ উপলক্ষে গ্রামে যান সেটির সুস্পষ্ট কোনো পরিসংখ্যান নেই। তবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, রাজধানীতে এক কোটি ৯০ লাখের মতো মানুষের বসবাস। এর মধ্যে গত ঈদে প্রায় ১ কোটি ১৫ লাখ মানুষ গ্রামে যান। তবে এবার কিছু কম সংখ্যক মানুষ ঢাকা ছাড়ছেন, তার কারণ ডেঙ্গু আতঙ্ক ও বন্যা।

বাসে বাড্ডা থেকে কারওয়ান বাজারে আসা একজন জানালেন, অন্য দিনের তুলনায় আজ তার অর্ধেকেরও কম সময় লেগেছে।

আরেকজন জানালেন, অন্য দিন রিকশায় আসতে যানজটের জন্য সময় লাগে ১ ঘণ্টার মতো। আজ এসেছেন মাত্র ১৫ মিনিটে।

আরামবাগ, মতিঝিল, হাতিরঝিল, পল্টন, মৎস্য ভবন, ফার্মগেট, মালিবাগ, রাজারবাগ, রামপুরা, মোহাম্মদপুর, কল্যাণপুর, গাবতলীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেল ঢাকা অনেকটাই ফাঁকা। তবে কল্যাণপুর ও গাবতলী এলাকায় মানুষ ও যানবাহনের কিছুটা চাপ দেখা গেছে।

ফার্মগেটে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক সদস্য বলেন, শুক্রবার রাতেও ফার্মগেটে যানবাহনের চাপ ছিল। শনিবার সকাল থেকে যানবাহনের চাপ খুবই কম। আজ সড়কে গাড়ির সংখ্যা আরও কম।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড