• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুরবানির হাটে আসছে ‘ডোনাল্ড ট্রাম্প’

  অধিকার ডেস্ক

০৯ আগস্ট ২০১৯, ২০:৪৯
কুরবানির পশু
কুরবানির পশু ডোনাল্ড ট্রাম্প ( ছবি : সংগৃহীত )

পশুর হাটে আসছে ডোনাল্ড ট্রাম্প নামে কুরবানির পশু। বাদ পড়ছে না মাফিয়া ডন আর টাইগারও। ক্রেতা আকর্ষণে এমন সব নামেই হাটে আসছে কুরবানির পশুগুলো। ১৫ থকে ২৫ লাখ টাকায় বিক্রি হচ্ছে এসব আকর্ষণীয় গরু।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব গরুর শুধু নামের আকর্ষণ আর বাহারি রঙ-চং দেখেই নয়, গরুর সুস্থতা নিশ্চিত করেই পশু কেনার পরামর্শ।

ডোনাল্ড ট্রাম্প গরুটির এই নাম কেন রাখা হয়েছে জানতে চাইলে গরুর মালিক জানান, গরুটির চাহনি আর গায়ের রঙ ট্রাম্পের মতো হওয়ায় এই নাম রাখা হয়েছে। কুরবানির হাটের জন্য প্রস্তুত করা ১২শ’ কেজি ওজনের এই গরুটির দাম হাঁকা হচ্ছে ১৪ লাখ টাকা।

পাবনা থেকে রাজধানী বসিলা হাটে এসেছে টাইগার নামে একটি গরু। কুরবানির এই পশুটিকে এক নজর দেখতে বৃষ্টি উপেক্ষা করেই ভিড় করছেন উৎসুক জনতা। সেলফি তুলতে ভোলেননি অনেকে। ২৫ লাখ টাকা দাম হাঁকানো টাইগারটি বড় করতে সময় লেগেছে পাঁচ বছর। তবে আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ গরু বিক্রেতা।

সরকারি তথ্য মতে, এ বছর কুরবানির চাহিদা আছে প্রায় ১ কোটি গরুর। দেশে গরু মজুত আছে ১ কোটি ১৫ লাখ।

ওডি/এসএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড