• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুরবানির পশুর হাট : বৃষ্টি আতঙ্কে বিক্রেতারা

  নিজস্ব প্রতিবেদক

০৯ আগস্ট ২০১৯, ০৯:৫৯
পশুর হাটে বৃষ্টি আতঙ্কে বিক্রেতারা
পশুর হাটে বৃষ্টি আতঙ্কে বিক্রেতারা (ছবি : সংগৃহীত)

পবিত্র ঈদুল আজহার আর মাত্র ৩ দিন বাকি। কিন্তু রাজধানীতে এখনো জমে উঠেনি কুরবানির পশুর হাট। প্রচুর পরিমাণ কুরবানির পশু থাকলেও হাটে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতার।

এমনিতেই অনেকটা ক্রেতা শূন্য পশুর হাট আর এর মধ্যেই বৃহস্পতিবার টানা বৃষ্টির কারণে হাটে ক্রেতা উপস্থিতি ছিল আরও কম। ফলে বিক্রেতারা কিছুটা আতঙ্কে রয়েছেন তাদের পশু বিক্রি নিয়ে।

এ দিকে গরুর হাট ও বৃষ্টির কারণে বিভিন্ন রাস্তায় মানুষের ভোগান্তি চরমে। বেশ কিছু রাস্তা ইতোমধ্যে চলাচলের অযোগ্য হয়ে গেছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকার পশুর হাট থেকে এই তথ্য পাওয়া গেছে।

তবে ইজারাদার ও ব্যবসায়ীদের আশা, এবার হাটে পর্যাপ্ত গরু উঠবে। এর দুটি কারণ দেখিয়েছেন তারা- প্রথমত, দেশে প্রচুর গরু উৎপাদন হয়েছে এবং দ্বিতীয়ত, দেশের বিশাল এলাকায় এবার বন্যা হয়েছে। সে কারণে ওইসব এলাকার মানুষ খাদ্য ও অবকাঠামোগত সমস্যায় গরু বিক্রি করে দিচ্ছেন।

বিক্রেতা ও ইজারাদাররা বলছেন, আজ (শুক্রবার) কেনাকাটা শুরু হবে। বৃহস্পতিবার দিনব্যাপী ঢাকায় ভারি বৃষ্টি হওয়ায় ক্রেতারা বাইরে বের না হলেও আজ তারা হাটে আসবে ও পশু ক্রয় করবে।

এ দিকে ক্রেতাদের অভিযোগ, গত বছরের চেয়ে পশুর দাম কিছুটা বেশি। অপরদিকে বিক্রেতারা বলছেন, মানুষ দাম শুনে চলে যাচ্ছেন।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড