• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সংসদ ভবন এলাকা ও পল্টনে বোমাসদৃশ বস্তু উদ্ধার 

  অধিকার ডেস্ক

২৪ জুলাই ২০১৯, ০২:৩০
বোমা নিষ্ক্রিয়
বোমা নিষ্ক্রিয় অভিযান চলছে ( ছবি : সংগৃহীত )

রাজধানীর খামারবাড়ি ও পল্টন এলাকায় বোমা সদৃশ এক বস্তুর সন্ধান পেয়েছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুলাই) দিনগত রাত ১২টার দিকে এই বস্তুর সন্ধান পাওয়া যায়।

এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহমুদ হাসান। তিনি জানান, সংসদ ভবনের পাশে মানিক মিয়া এভিনিউয়ের খামারবাড়ি চত্বরে বোমা সদৃশ একটি বস্তু পাওয়া যায়। আসলেই এটি বোমা কিনা তা পরীক্ষা করে দেখতে এবং বোমা হলে সেটি নিষ্ক্রিয় করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে বোম ডিসপোজাল ইউনিট।

অন্যদিকে রাজধানীর পল্টন এলাকায়ও আরও একটি বোমা সদৃশ বস্তু পাওয়া যায় বলে জানা যায়। তবে ডিএমপির কোনো কর্মকর্তা এখনও এ বিষয় নিশ্চিত করেননি।

পল্টন থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ইমাম আরেফিন জানান, পল্টন এলাকায় কিছু একটা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কিছু একটা সন্দেহে সেখানে অভিযান চালাচ্ছে। তবে সেটি কি তা আমরা এখনও জানি না।

ওডি/এসএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড