• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রেনু হত্যার ঘটনায় আটক ৪ জনকে নেওয়া হচ্ছে আদালতে

  অধিকার ডেস্ক

২২ জুলাই ২০১৯, ১০:৪৪
ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার রেনু
ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার রেনু

রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে (৪০) পিটিয়ে হত্যার ঘটনায় চার যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২১ জুলাই) দিনগত রাতে বাড্ডা এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ আদালতে তোলা হচ্ছে তাদের।

আটক চার ব্যক্তির মাঝে তিনজন হলেন- জাফর, শাহীন এবং বাপ্পী। অপরজনের নাম জানা যায়নি এখনো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গণপিটুনির ঘটনায় চার যুবককে আটক করা হয়েছে। মোবাইলে ধারণ করা একটি ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়।

উল্লেখ্য, শনিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর উত্তর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রেনুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। মেয়েকে ভর্তির জন্য ওই স্কুলে খোঁজ নিতে গিয়ে কথাবার্তায় সন্দেহ হলে মুহূর্তের মধ্যে লোকে জড়ো হয়ে পিটুনি দিলে তার মৃত্যু হয়।

রেনুকে হত্যার জন্য পরিবারের সদস্যরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম ও অফিস সহকারী জান্নাতুল ফেরদাউসকে দায়ী করেছেন।

এ ঘটনায় বাড্ডা থানায় অজ্ঞাত ৪শ থেকে ৫শ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের ভাগিনা নাসির উদ্দিন।

ওডি/এএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড