• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাকের এক ঠোকরে ধ্বংস হলো সাড়ে ৫ হাজার ডিম

  অধিকার ডেস্ক

২৬ জুন ২০১৯, ১১:৩১
ডিম
ডিম

কাকের এক ঠোকরে সাড়ে ৫ হাজার ডিম ধ্বংস হয়ে গেল ভ্যানচালক শফিকুল ইসলামের। অনেকেই ভাবছেন কাকের এক ঠোকরে কিভাবে এতগুলো ডিম ধ্বংস হয়? বাস্তবে আজ বুধবার (২৬ জুন) এমনটাই ঘটেছে আজিমপুরের ভিকারুননিসা নূন স্কুলের সামনে।

জানা যায়, অন্যান্য দিনের মতো আজকেও সাড়ে ৫ হাজার ডিম নিয়ে নবাবগঞ্জ বাজারে যাচ্ছিলেন ভ্যানচালক শফিকুল ইসলাম। এ সময় আজিমপুরের ভিকারুননিসা নূন স্কুলের সামনে আসা মাত্র একটি কাক ডিমের খাঁচায় ঠোকর মারে। এসময় কাকটিকে তাড়াতে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালে ভ্যানের চাকা উল্টে খাঁচাভর্তি ডিমসহ রাস্তায় পড়ে যায়। আর এতেই ধ্বংস হয়ে যায় সাড়ে ৫ হাজার ডিম।

এ সময় কান্নাজড়িত কণ্ঠে ভ্যানচালক শফিকুল ইসলাম বলেন, একটা ডিম বাঁচাতে গিয়ে সাড়ে ৫ হাজার ডিমের প্রায় সবই ভাগই নষ্ট হয়ে গেল। কী কারণে যে কাক তাড়াতে গেলাম। এ ক্ষতি এখন আমি কেমনে পোষাব?

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড