• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাল যেসব এলাকায় জ্বলবে না চুলা

  নিজস্ব প্রতিবেদক

১৬ জুন ২০১৯, ১৭:১৭
গ্যাসের চলায় রান্না
গ্যাস না থাকায় মাটির তৈরি চুলায় রান্না (ফাইল ফটো)

রাজধানীতে সোমবার (১৭ জুন) সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কয়েকটি এলাকায় জ্বলবে না গ্যাসের চুলা। এদিন পাইপলাইন প্রতিস্থাপনের কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল)।

রবিবার (১৬ জুন) সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে টিজিটিডিসিএল জানায়, কাওলার জিয়া কলোনি থেকে বিমানবন্দরের আশপাশ এলাকায় সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পাইপলাইন প্রতিস্থাপনের কাজ চলবে। এ কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসময় খিলক্ষেত ও নিকুঞ্জ এলাকায় গ্যাস কম পাওয়া যাবে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের অ্যালাইনমেন্টের মধ্যে গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। এ জন্য জিয়া কলোনি গেট থেকে বিমানবন্দর পর্যন্ত ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের সঙ্গে সংযুক্ত সব সিএনজি গ্রাহক, রিজেন্সি হোটেল, র‌্যাডিসন হোটেল, বাংলাদেশ বিমান ক্যাটারিং, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, আর্মি গলফ ক্লাব, সিভিল এভিয়েশন কোয়ার্টারসহ কাওলা এলাকায় আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড