• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাংবাদিক জাকারিয়ার ইন্তেকাল

  অধিকার ডেস্ক

০৯ জুন ২০১৯, ০৭:০৪
জাকারিয়া মুক্তা
সাংবাদিক জাকারিয়া মুক্তা

সময় টেলিভিশনের বার্তা সম্পাদক জাকারিয়া মুক্তা (৫১) আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। শনিবার (৮ জুন) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাংবাদিক জাকারিয়া মুক্তার স্ত্রীর বড় ভাই সালেহ মোহাম্মদ আশরাফুল হক জানান, শনিবার বিকাল ৪টা পর্যন্ত তিনি অফিস করছিলেন। অফিস শেষে মিরপুরের শেওড়াপাড়ার বাসায় চলে আসেন। এরপর বাসায় খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। পরে সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে তিনি অসুস্থ বোধ করেন। এরপর রাত সাড়ে ৮টার দিকে তাকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুমের পরিবার জানায়, সময় টেলিভিশনের সামনে প্রথম জানাজার পর রাতেই তার মরদেহ নীলফামারী সদর উপজেলার মাস্টারপাড়ায় গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়া হয়েছে।

গুনী এই সাংবাদিক দিনাজপুরের দৈনিক উত্তরা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর সাপ্তাহিক অর্থনীতি, দৈনিক দিনের শেষে, খোলা কাগজ, আজকালের খবরে কাজ করেন। গত পাঁচ বছর ধরে তিনি সময় টেলিভিশনে বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

ওডি/এসএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড