• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকাজুড়ে গোলাপি কুকুর, জানা গেল রহস্য

  অধিকার ডেস্ক

২০ মে ২০১৯, ০৮:২৮
কুকুর
ছবি : সংগৃহীত

ঢাকায় বসবাসকারী বেশিরভাগ মানুষের মনেই গত কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছে একটি সাধারণ প্রশ্ন। আর তা হলো, কুকুরের গায়ে গোলাপি রং কেন? ঢাকার প্রায় প্রতিটি এলাকার কুকুরের গায়েই দেখা যাচ্ছে গোলাপি রং। আর তা নিয়েই সবার মনে জেগেছে প্রশ্ন।

কিন্তু এই রঙের পেছনের রহস্য কী? জানা যায়, ঢাকার দুই সিটি করপোরেশনে চলমান জলাতঙ্ক নির্মূলে কুকুরকে টিকা দান কর্মসূচিই এই রঙের কারণ। একটি কুকুরকে যেন ডাবল ডোজ দেওয়া না হয় তাই টিকা দেওয়ার পর সাময়িক চিহ্ন হিসেবে তার গায়ে রং মাখিয়ে দেওয়া হচ্ছে।

পূর্বে জলাতঙ্কের টিকা দানের চিহ্ন হিসেবে কুকুরের কানের খানিকটা অংশ কেটে দেওয়া হতো। যা একদিক থেকে কুকুরের জন্য কষ্টদায়ক আবার অন্যদিক থেকে অমানবিক। সেই হিসেবে, রং দেওয়ার এই সিদ্ধান্তটি সকলেই ভালোভাবে গ্রহণ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই সরকারের এমন কাজের প্রশংসা করেন। সে সঙ্গে মনে করিয়ে দেন, দেশে কুকুর নিধন সম্পূর্ণ নিষেধ।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড