• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

এখনো জমে ওঠেনি ঈদের কেনাকাটা, ক্রেতাশূন্য শপিংমল

  অধিকার ডেস্ক    ১১ মে ২০১৯, ১৫:৪৭

কেনাকাটা
ঈদের কেনাকাটা (ছবি : সংগৃহীত)

আসন্ন ঈদ উপলক্ষে টুকিটাকি কেনা-কাটা শুরু হলেও এখনো পর্যন্ত জমে ওঠেনি রাজধানীর শপিংমলগুলো। এ দিকে দিনের বেলা প্রচণ্ড গরম থাকায় ক্রেতারা কম আসলেও সন্ধ্যার পর বাড়তে থাকে ক্রেতা সমাগম । ১৫ রোজার পর কেনাকাটা জমতে শুরু করবে বলে জানান দোকানিরা।

শনিবার (১১ মে) গাউছিয়া, নিউ মার্কেট ও বসুন্ধরা শপিংমল ঘুরে দেখা য়ায়, স্বল্প সংখ্যক ক্রেতার আনাগোনা শপিংমলগুলোতে।

দোকানিরা বলেন, রোজার প্রথম দিকে শপিংমলগুলোতে ভীড় তুলনামূলকভাবে কম থাকে। রেডিমেট ড্রেস যারা কিনে তারা দেরিতে শপিংয়ে অসেন। আর যেসব ক্রেতারা নিজের পছন্দমতো ড্রেস বানিয়ে নেয় তারা রোজার প্রথম সপ্তাহ থেকে দোকানগুলোতে ভীড় জমায়। তবে ঈদের আমেজ বাড়ার সাথে সাথে ক্রেতাদের ভীড় শুরু হবে বলে আশাবাদী দোকানিরা।

এ দিকে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, রোজার প্রথম সপ্তাহে তেমন কেনাকাটা হয়না। তারমধ্যে আবহাওয়া অনুকূল না থাকায় আনেকে গরম ও ভীড়ের কথা চিন্তা করে ঈদের কেনাকাটার জন্য অনলাইনকেই বেছে নিচ্ছেন।

ওডি/এসজেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড