• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজধানীর খিলক্ষেত থেকে ২৩ রোহিঙ্গা আটক

  নিজস্ব প্রতিবেদক

১০ মে ২০১৯, ১১:৪৯
রোহিঙ্গাদের আটক
খিলক্ষেত মধ্যপাড়ার এই ভবনটির তৃতীয় তলা থেকে রোহিঙ্গাদের আটক করা হয়। (ছবি : সংগৃহীত) 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর খিলক্ষেতের একটি বাসা থেকে শিশুসহ ২৩ রোহিঙ্গাকে আটক করেছে। আটককৃতদের মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

শুক্রবার (১০ মে) ভোররাতে মধ্যপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় ওই বাসার মালিকের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ভোররাতে ডিবির একটি টিম মধ্যপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে শিশুসহ ২৩ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ওসি মুস্তাজিরুর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসার মালিকের ছেলেকেও আটক করা হয়েছে। আটক সবাইকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

ডিবির এ অভিযানে খিলক্ষেত থানা পুলিশও অংশ নিয়েছিল বলে জানান ওসি।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড