• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফের বাড্ডায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

  অধিকার ডেস্ক    ২১ এপ্রিল ২০১৯, ১৪:০৬

শ্রমিক অবরোধের কারণে রাস্তায় তীব্র যানজট।

রাজধানীর মধ্য বাড্ডায় পোশাক শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে ফের সড়ক অবরোধ। সড়ক অবরোধের কারণে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।

রবিবার (২১ এপ্রিল) দুপুরে স্টার গার্মেন্টস প্রাইভেট লিমিটেডের প্রায় ৮০০ কর্মী মধ্য বাড্ডায় সড়কের এক পাশ অবরোধ করে রাখেন।

এ সময় সড়ক অবরোধ করা শ্রমিকরা জানায়, নির্ধারিত তারিখে মাসের বেতন পরিশোধ করছেন না তাদের মালিক। সময়মতো তাদের পাওনা টাকা না পাওয়ার জন্যে তারা বাধ্য হয়ে আজও সড়ক অবরোধ করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক কর্মীরা সড়ক অবরোধ করেছে। সেখানে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এর আগে, একই দাবিতে শনিবার (২০ এপ্রিল) দুপুর পৌনে ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত বাড্ডা লিংক রোডের মধ্যে বাড্ডার দিকের সড়কের এক পাশ অবরোধ করে রাখেন স্টার গার্মেন্টস প্রাইভেট লিমিটেডের প্রায় ৮০০ কর্মী। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড