• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়েছে ১০০ দোকান

  নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল ২০১৯, ০৮:৩২
মালিবাগ
মালিবাগ কাঁচা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরে গেছে বাজারের প্রায় ১০০ দোকান (ছবি: সংগৃহীত)

রাজধানীর মালিবাগের কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে অন্তত ১০০টি দোকান।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোর ৫টা ২৭ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান একজন ফায়ারসার্ভিস কর্মী। প্রায় এক ঘন্টার চেষ্টায় সকাল ৬টা ৩৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিভিয়ে ফেলার আগেই বাজারের প্রায় ১০০ দোকান পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

পলিথিনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ একজন ব্যবসায়ী।

এদিকে এ ঘটনায় কাঁচাবাজারের ব্যবসায়ীদের অভিযোগ, ঘটনাস্থলে আসা ফায়ার সার্ভিসের প্রথম গাড়িটিতে পানি ছিল না। সে সময় তারা উপর মহলের নির্দেশ ছাড়া পানি ছাড়বে না বলে জানায়। যদি সময় মত পানি দেওয়া হত তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও কমানো যেত বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।

তবে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে অংশ নেন ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড