• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিরপুর অগ্নিকাণ্ড : কোটি টাকা ক্ষয়ক্ষতির দাবি মালিকপক্ষের

  অধিকার ডেস্ক    ১৫ এপ্রিল ২০১৯, ১৯:০৫

মিরপুর অগ্নিকাণ্ড
ভবনের ছয় তলায় পোশাক কারখানায় আগুন লাগে (ছবি- সংগৃহীত)

রাজধানীর মিরপুর-১৪ নম্বরের পুলপাড় এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় আগুনে কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ। তবে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কোনো তথ্য জানানো হয়নি।

সোমবার (১৫ এপ্রিল) বিকালে আগুনে ক্ষতিগ্রস্ত ওই ভবনের ষষ্ঠতলায় দেখা যায় গোডাউনে রাখা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এ সময় ভবন মালিকের ভাগিনা হাবিবুর রহমান জানান, এ ভবনে বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করা হতো। তিনি দাবি করেন আগুনে ন্যূনতম কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, ওই ভবনের দুইজন মালিক রয়েছেন। একজনের নাম নূরউদ্দিন খান, অপরজন নজরুল ইসলাম। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় থানায় এখনও কোনো মামলা হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড