• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুপ্রিম কোর্টে লিফটে আটকে পড়া ৬ জন উদ্ধার

  অধিকার ডেস্ক    ১০ এপ্রিল ২০১৯, ১৭:৫০

সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট (ছবি : সংগৃহীত)

সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের একটি লিফটে আটকে পড়া ছয়জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে প্রায় ৪০ মিনিট লিফটে ৬ জন বন্দি হয়ে থাকেন। এ সময় লিফটে ছিলেন দুজন আইনজীবী, দুজন কর্মকর্তা, আইনজীবীর এক সহকারী ও এক নারী।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদের নিরাপদে লিফট থেকে বের করে আনা হয়।

সুপ্রিম কোর্টের এক আইনজীবীর সহকারী মো. ইয়াছিন শেখ গণ্যমাধ্যমকে বলেন, দুপুর ২টা ৩০ মিনিটে ভবনের ১ ও ২ তলার মাঝামাঝি লিফট আটকে যায়। এ সময় লিফটে আটকে পড়া কোর্টের সেকশন অফিসার কিসমত আমাকে ফোন করে আটকে পড়ার খবর দেন। আমি ‘৯৯৯’ নম্বরে ফোন করে উদ্ধারে সহযোগিতা চাই। পরে অনেকের সহযোগিতায় প্রায় ৪০ মিনিটের চেষ্টায় তাদের নিরাপদে উদ্ধার করা হয়। এরপর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা এসে পৌঁছান।

ওডি/আরএডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড