• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

খিলগাঁও বাজারে আগুনে ৪০টি দোকান পুড়ে ছাই

  অধিকার ডেস্ক    ০৪ এপ্রিল ২০১৯, ০৯:৩১

খিলগাঁও বাজারে আগুনে ৪০টি দোকান পুড়ে ছাই
খিলগাঁও বাজারে আগুনে ৪০টি দোকান পুড়ে ছাই

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে রেললাইন সংলগ্ন কামারপট্টি বাজারে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় ভোর সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে বাজারের সামনে জড়ো হয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা। মলিন চেহারায় তাকিয়ে আছেন পুড়ে যাওয়া দোকানগুলোর দিকে। তাদের মধ্যে বাজারের সামনে বসে বিলাপ করতে দেখা যায় অনেককে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন এন্ড মেইনটেনেন্স) দিলীপ কুমার ঘোষ জানান, আগুনে খিলগাঁও বাজারের প্রায় ১৩শ দোকানের মধ্যে আনুমানিক ৪০টি দোকান পুড়ে গেছে।

বুধবার (৩ এপ্রিল) মধ্যরাত ৩টা ১৫ মিনিটের দিকে খিলগাঁও বাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আনে।

দিলীপ কুমার ঘোষ বলেন, ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও তা পুরোপুরি নিভেছে ৫টা ৩৫ মিনিটের দিকে। এই বাজারে ছোট ছোট প্রায় ১৩শ দোকান ছিল। তার মাঝে আনুমানিক ৪০টির মতো দোকান পুড়েছে।

এদিকে, এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। এই ঘটনায় এখনো কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড