• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিউমার্কেটের বিশ্বাস বিল্ডার্সে লাগা আগুন নিয়ন্ত্রণে

  অধিকার ডেস্ক    ২৩ মার্চ ২০১৯, ০০:৩২

আগুন
অগ্নিকাণ্ড (ছবি : ফাইল ফটো)

রাজধানীর নিউমার্কেট এলাকার বহুতল ভবন বিশ্বাস বিল্ডার্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর জানা যায়নি।

শুক্রবার (২২ মার্চ) রাত ১০টা ৫০ মিনিটের দিকে ২২তলা ভবনের তিনতলায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এই বিষয়েও এখন পর্যন্ত জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

এদিকে ঘটনার সময় ওই ভবনে ছিলেন যুবলীগের প্রচার সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু। তিনি বলেন, ভবনের নিচতলায় একটি অফিস রুমে বসেছিলেন তারা কয়েকজন। রাত ১১টার কিছুক্ষণ আগে হঠাৎ বাতি নিভে যায়। তখন বাইরে বেরিয়ে দেখেন দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ধোঁয়া বেরিয়ে পুরো ভবনে ছড়িয়ে পড়ছে। তিনি জানান, এ সময় আতঙ্কিত হয়ে বহু মানুষ ভবনটি থেকে বেরিয়ে আসেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড