• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

অপহরণের পর কিশোর উদ্ধার, আটক ৪

  অধিকার ডেস্ক    ২১ মার্চ ২০১৯, ১১:১৯

অপহরণকারী
আটককৃত অপহরণকারীরা ( ছবি : সংগৃহীত )

অপহরণের দুই দিন পর মো. আসিফ গাজী (১৫) নামে এক কিশোরকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আটক করা হয় ৪ অপহরণকারীকে।

গত রবিবার (১৭ মার্চ) রাজধানীর বাড্ডা থানার হোসেন মার্কেট এলাকা থেকে আসিফ অপহৃত হয়। পরে মঙ্গলবার (১৯ মার্চ) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

আটককৃতরা অপহরণকারীরা হলেন- মো. এরশাদ সরকার সাগর (৩০), মো. সফিকুল ইসলাম জাহাঙ্গীর (৩১), মো. সবুজ আলী (২০) ও ইতি আক্তার (২৫) ।

র‌্যাব জানায়, অপহরণকারীরা আসিফের পরিবারের কাছে ৩ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হয়। পরে তার পরিবার বিকাশ নম্বরে সোমবার (১৮ মার্চ) ২০ হাজার টাকা দেয়। এছাড়া আসিফের পরিবার বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পরস্পর যোগসাজশে ভিকটিমকে ফুসলিয়ে রাজধানীর হাতিরঝিলে ঘুরতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে বাড্ডা থেকে অপহরণ করে। পরে আশুলিয়া থানার নরসিংহপুর বটতলা এলাকায় আটক সফিকুলের ভাড়া বাসায় হাত, পা ও চোখ বেঁধে আটকে রেখে মুক্তিপণ দাবি করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড