• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজধানীর মহাখালীতে গ্যাস লাইন লিকেজ হয়ে ৩ জন দগ্ধ

  অধিকার ডেস্ক    ১৭ মার্চ ২০১৯, ১২:৪৮

দগ্ধ
ছবি : সংগৃহীত

রাজধানীর মহাখালীতে এক বাড়িতে গ্যাস লাইন লিকেজ হয়ে তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন।

রবিবার (১৭ মার্চ) সকাল ৮ টার দিকে মহাখালীর আমতলীর একটি বাসায় এ আগুন লাগার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতের দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন-সাগর (২৫) ও হিমেল (২০)।

দগ্ধদের সঙ্গে থাকা জাকির হোসেন নামের একজন জানান, সাগর ও হিমেল আমতলীর একটি বাসার তৃতীয় তলায় থাকেন। তারা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সকালে বাসায় কাজের বুয়া এলে দরজা খুলে দেয় সাগর। পরে সে ধূমপান করতে দিয়াশলাই (ম্যাচ) জ্বালাতেই সবকটি রুমে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কাজের বুয়াসহ তারা তিনজন দগ্ধ হন।

সাগর ও হিমেলকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদিকে কাজের বুয়া অন্য একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লিকেজ হয়ে আগেই সবকটি রুমে গ্যাস ছড়িয়ে ছিলো।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, দগ্ধ হয়ে ঢামেকে সাগর ও হিমেল নামে দু্ই যুবক ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সাগর ৬৫ শতাংশ ও হিমেল ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড